প্রতিদিন গীতা পাঠ করুন সন্দর জীবন গরুন




হে বাসুদেব তনয় শ্রীকূষ্ণ,হে সব'ব্যাপ্ত পরমেশ্বর ভগবান,আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রননি নিবেদন করি।
আমি শ্রীকূষ্ণ এর ধ্যান করি,কেননা তিনি হচ্ছেন প্রকাশিত ব্রক্ষান্ড সমূহের সূষ্টি,স্থিতি এবং প্রলয়ের মূল কারন।
তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবকিছু সস্মন্ধে অবগত,এবং তিনি সম্প'নভাবে স্বাধীন,কেননা তার অতীত আর কোনও কারন নেই।
তিনিই আদি কবি ব্রক্ষার হ্রদয়ে সব'প্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন।
তার দ্বারা সমস্ত দেবতারাও মোহাচ্ছন্ন হয়ে পড়েন
,ঠিক যেভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দশ'ন হয়,অথবা জলে মাটি দশ'ন হয়।
তারইই প্রভাবে জড়া প্রকূতির তিনটি গুনের মাধ্যমে জড় জগৎ সাময়িক ভাবে প্রকাশিত হয়,এবং তা অলীক হলেও সত্যবৎ প্রতিভাত হয়।
তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকূষ্ণ এর ধ্যান করি,যিনি জড় জগতের মোহ থেকে সম্পন্নভাবে মুক্ত তার ধামে নিত্যকাল বিরাজ করেন।
আমি তার ধ্যান করি,কেননা তিনিই হচ্ছেন পরম সত্য। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হিন্দু ধর্মের বিয়ে কোন চুক্তি নয় এটা আত্মার সম্পর্ক

আন্তজাতিক কৃষ্ণ ভাবনামৃত ভক্ত সঙঘ

গীতা পাঠ